• রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান “হেলমেট নাই যার তেল নাই তার” বাস্তবায়নে মাঠে নেমেছে ভৈরব হাইওয়ে পুলিশ ভৈরবে র‌্যাবের হাতে আটক নারীর মৃত্যু খরা আর শিলাবৃষ্টির হানা বেপারিদের মাথায় হাত মোকাররম শোকরানা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

ভৈরবে দিনব্যাপি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে দিনব্যাপি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে শনিবার পৌর শহরের চণ্ডিবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার মেহের মমতাজ মিলনায়তনে ৩০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা সমিতি ভৈরব শাখার সভানেত্রী উলফাতারা জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ।
নারী উদ্যোক্তা সুমাইয়া হামিদ দিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, ভৈরব পৌরসভার লাইসেন্স ইনসপেক্টর আক্তারুজ্জামান, এনআরবি ব্যাংক ভৈরব উপ-শাখার প্রধান ইশতিয়াক আহমেদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মিতালী মুয়াজ্জিন মিতু, সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা খাতুন, নারী উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার শিউলী আক্তার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, একজন নারীকে সফল উদ্যোক্তা হতে প্রয়োজনীয় সকল বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। অনলাইন অফলাইনে নারীদের উদ্যোক্তা হতে গেলে প্রয়োজনীয় বিষয়াদী সম্পর্কে জানতে হবে। নারীদের মার্কেটিং, ব্যাংকিং, তথ্য সেবা কেন্দ্রের সহায়তা, ব্যবসায়িক লোনসহ নানান বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।
দিনব্যাপী নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশাসনিক ও আর্থিক সহায়তায় সরকারের বিশেষ ভূমিকা পালনের জন্য বক্তারা দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *